এতিমখানা ৩টি
১. বাংলাবাজার হাফেজীয়া মাদ্রাসা ও এতিম খানা।
২। হুকমাপুর শিক্ষা ও শান্তির এতিমখানা ।
৩। মথুরা হাফেজীয়া মাদ্রাসা ও এতিম খানা।
১৯৪৭ সালে প্রতিষ্ঠিত ল্য গ্রান ফ্যামিলা অভিভাবকহীন ও এতিম শিশুদের দেখাশোনার কাজ করে দাবি করা হয়েছে তাদের ফেসবুক পেজে। বিভিন্ন দাতব্য সংস্থা এবং সরকারি অনুদানে পরিচালিত এই প্রতিষ্ঠানটি স্থানীয়ভাবে 'মামা রোজার বাড়ি' নামে পরিচিত। স্থানীয় সাংবাদিকরা জানিয়েছে, এতিমখানা এবং এর পরিচালকের যথেষ্ঠ সুনামও রয়েছে।
কিন্তু সম্প্রতি কিছু সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্ত করতে গিয়ে এতিমখানাটিতে শিশু নিপীড়নের চাঞ্চল্যকর তথ্য পায় কর্তৃপক্ষ। তারপরই চালানো হয় এই অভিযান।
এ প্রসঙ্গে স্থানীয় গভর্নর সালভাদার জারা বলেন, 'এই ঘটনায় আমি রীতিমতো বিস্মিত, কারণ সেখানে এমন কিছু ঘটছে বলে আমার ধারণায় ছিল না।'