অবস্থানবগুড়া-নামুজা (পুরাতন দিনাজপুর সড়ক) সড়কের দক্ষিন পার্শ্বে নামুজা মৌজারজে এল নং ১ খতিয়ান নং ১৫৪১,১৪৭৫ ও টেংরা মৌজার জে এল নং ৩ খতিয়ান ১৮০ দাগনং ৬৭৪৯,৬৭২৫,২১৯ মোট জমির পরিমান ০.৫১ একর নিজস্ব ভুমিতে নামুজা ইউনিয়নপরিষদ কমপ্লেক্স ভবন নির্মিত। নামুজা ইউনিয়ন পরিষদ ৯ (নয়) টি ওয়ার্ড ও ১০(দশ) টি মৌজা বা গ্রাম নিয়ে গঠিত। যথাঃ - ১নং ওয়ার্ড ভান্ডারী পাড়া গ্রাম নামুজা মৌজা, ২নং ওয়ার্ড নামুজা পাল্লাপাড়া, সরদারপাড়া,ঠাকুরপাড়া গ্রামনামুজা মৌজা, ৩নং ওয়ার্ড নামুজা মজিদ পাড়া, শাহপাড়া, চকরামপুর, গ্রামনামুজা মৌজা, ৪নং ওয়ার্ড বগারপাড়া, নাথপাড়া গ্রাম নামুজা মৌজা, ৫নং ওয়ার্ডবড় টেংরা, ধর্মপুর গ্রাম টেংরা ও ধর্মপুর মৌজা, ৬নং ওয়ার্ড হুকমাপুর, ছোটটেংরা, সাদনা গ্রাম হুকমাপুর মৌজা, ৭নং ওয়াড বর্ড় সরলপুর, বামনপাড়া, গ্রাম বড় সরলপুর ও বামনপাড়া মৌজা, ৮নং ধলমোহিনী গ্রাম, ধলমোহিনী মৌজা, ৯নংচিংগাসপুর, পলিবাড়ি, মথুরা গ্রাম, চিংগাসপুর ও মথুরা মৌজা নিয়ে গঠিত।ইউনিয়ন পরিষদের কার্যালয (কমপ্লেক্স ভবন ) ৫নং ওয়ার্ড টেংরা ও নামুজা মৌজাবাংলাবাজার নামক স্থানে অবস্থিত।
এক নজরে তথ্য চিত্র
ইউনিয়নের আয়তনt১৫.৪১ বর্গ কিঃ মিঃ
ভূ-প্রকৃতি-বরেন্দ্র
গ্রামের সংখ্যা-২০টি
মৌজা সংখ্যা-১০টি
ওয়ার্ড-৯টি
কৃষি বিভাগ
মোট জমির পরিমান- ৪১৭২ একর
কৃষিযোগ্য জমির পরিমাণ- ৩৪৫৩ একর
ফসলের নিবিড়তা-৮৭%
প্রধান উৎপাদিত ফসল: ধান, আলু, ভুট্টা এবং বিভিন্ন শাক-সবজি।
বাৎসরিক খাদ্য শস্য উৎপাদন-১০,৬২৭ মেঃ টন
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস