১১নং নামুজা ইউনিয়ন পরিষদ
দূরুত্ববগুড়া জেলা সদর হতে ১৭ কিলোমিটার দূরে উত্তর-পশ্চিম কর্ণারে এবং উপজেলাসদর হতে ১৩ কিলোমিটার উত্তর-পশ্চিম কর্ণারে অবস্থিত। যোগাযোগব্যবস্থাঅটোরিক্সা, মটরসাইকেল, ভ্যান, রিক্সা , বাস, সি.এন.জি প্রভৃতি।
অবস্থানবগুড়া-নামুজা (পুরাতন দিনাজপুর সড়ক) সড়কের দক্ষিন পার্শ্বে নামুজা মৌজারজে এল নং ১ খতিয়ান নং ১৫৪১,১৪৭৫ ও টেংরা মৌজার জে এল নং ৩ খতিয়ান ১৮০ দাগনং ৬৭৪৯,৬৭২৫,২১৯ মোট জমির পরিমান ০.৫১ একর নিজস্ব ভুমিতে নামুজা ইউনিয়নপরিষদ কমপ্লেক্স ভবন নির্মিত। নামুজা ইউনিয়ন পরিষদ ৯ (নয়) টি ওয়ার্ড ও ১০(দশ) টি মৌজা বা গ্রাম নিয়ে গঠিত। যথাঃ - ১নং ওয়ার্ড ভান্ডারী পাড়া গ্রাম নামুজা মৌজা, ২নং ওয়ার্ড নামুজা পাল্লাপাড়া, সরদারপাড়া,ঠাকুরপাড়া গ্রামনামুজা মৌজা, ৩নং ওয়ার্ড নামুজা মজিদ পাড়া, শাহপাড়া, চকরামপুর, গ্রামনামুজা মৌজা, ৪নং ওয়ার্ড বগারপাড়া, নাথপাড়া গ্রাম নামুজা মৌজা, ৫নং ওয়ার্ডবড় টেংরা, ধর্মপুর গ্রাম টেংরা ও ধর্মপুর মৌজা, ৬নং ওয়ার্ড হুকমাপুর, ছোটটেংরা, সাদনা গ্রাম হুকমাপুর মৌজা, ৭নং ওয়াড বর্ড় সরলপুর, বামনপাড়া, গ্রাম বড় সরলপুর ও বামনপাড়া মৌজা, ৮নং ধলমোহিনী গ্রাম, ধলমোহিনী মৌজা, ৯নংচিংগাসপুর, পলিবাড়ি, মথুরা গ্রাম, চিংগাসপুর ও মথুরা মৌজা নিয়ে গঠিত।ইউনিয়ন পরিষদের কার্যালয (কমপ্লেক্স ভবন ) ৫নং ওয়ার্ড টেংরা ও নামুজা মৌজাবাংলাবাজার নামক স্থানে অবস্থিত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস